বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ - ২১:০৩
নিজের চেয়ে নিচু অবস্থানের দিকে তাকালে জীবন সহজ হয়ে যায়

আয়াতুল্লাহ জাওয়াদী আমলী বলেছেন, “জ্ঞান ও মারেফাতের ক্ষেত্রে কখনো নিজের চেয়ে নিচের দিকে তাকাবে না, বরং নিজের চেয়ে উঁচু (অবস্থানে থাকা মানুষের) দিকে তাকাবে। কিন্তু দুনিয়ার বিষয়গুলোতে নিজের চেয়ে নিচের (অবস্থানের মানুষের) দিকে তাকাবে, তাহলে জীবন সহজ হয়ে যাবে।”

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ জাওয়াদী আমলী একটি লেখায় হাদিস "لَا شَرَفَ کَبُعدِ الهِمَّةِ" (উচ্চাকাঙ্ক্ষার দূরত্বের মতো কোনো মর্যাদা নেই) ব্যাখ্যা করে বলেন,

"لَا شَرَفَ کَبُعدِ الهِمَّةِ"
মানুষ যতদিন বেঁচে আছে, তাকে পড়াশোনা, লেখালেখি, গবেষণা, শিক্ষাদান ও বইয়ের সাথে জড়িত থাকতে হবে...যেদিন কোনো তালিবে ইলিম বা ছাত্র বলবে যে ‘আমি স্নাতক হয়ে গেছি’ এবং বইকে দূরে রাখবে, সে ধ্বংস হয়ে গেছে...যতদিন প্রাণ আছে, বুঝতে হবে...জ্ঞানের কোনো সীমা নেই...জ্ঞান ও মারেফাতের ক্ষেত্রে কখনো নিজের চেয়ে নিচের দিকে তাকাবে না, বরং উঁচু দিকে তাকাবে। কিন্তু দুনিয়ার বিষয়গুলোতে নিজের চেয়ে নিচের দিকে তাকাবে, তাহলে জীবন সহজ হয়ে যাবে।”

দারসে আখলাক তথা নৈতিকতা শিক্ষামূলক বক্তৃতা, ১০/৭/১৪৩৫ (ইরানি বর্ষ)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha