শনিবার ১২ এপ্রিল ২০২৫ - ১৩:৪৩
সর্বোচ্চ নেতার  কৌশল সম্পূর্ণ প্রজ্ঞাপূর্ণ

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন কাসেম রওনখাংশ, কোমের মজলিসে শুরায়ে ইসলামির প্রতিনিধি, পঞ্চম "কুরআনের সন্ধ্যা" অনুষ্ঠানের সমাপনীতে বলেন, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক বক্তব্য ও অবস্থানের প্রসঙ্গে সর্বোচ্চ নেতার কৌশল ছিল প্রজ্ঞা ও শক্তির সমন্বয়।  

হাওজা নিউজের প্রতিবেদন অনুযায়ী, কোমের ইসলামি প্রচার সংস্থার অফিসে পঞ্চম "কুরআনের সন্ধ্যা" অনুষ্ঠানের সমাপনী পর্বে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন রওনখাংশ উপস্থিত ছিলেন।  

কুরআন শিক্ষায় সফল অভিজ্ঞতা
 
শহীদ শাফিঈ জিহাদি গ্রুপের রমজান মাসে কুরআন শিক্ষার সফল অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ কুরআনি কার্যক্রমের একটি আদর্শ মডেল, যা সম্প্রসারণের প্রয়োজন। নিজের তালিবুল ইলম জীবনের স্মৃতিচারণ করে তিনি যোগ করেন, আমার এক শিক্ষক একটি অভিনব পদ্ধতিতে প্রমাণ করেছিলেন যে মাত্র ১২টি সেশনে কিশোর-কিশোরীদের কুরআন শেখানো সম্ভব। ইয়াজদ শহরের মাইবদে সীমিত সম্পদে এই পদ্ধতি প্রয়োগ করে আমরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি।

কুরআনি কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবেশের শুদ্ধি

কোমের এই প্রতিনিধি সামাজিক পরিবেশ নির্মূলে কুরআনি কার্যক্রমের ভূমিকা তুলে ধরে বলেন, পার্ক ও জনসমাগমস্থলে মোবাল্লেগ ও কুরআন শিক্ষার্থীদের উপস্থিতি অপরাধীদের প্রভাব মুক্ত করতে পারে। আমি স্বয়ং ধর্মীয় পোশাক নিয়ে নিয়মিত পার্কে যাই, এবং এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করেছি।

আধুনিক ভাষায় কুরআনের ব্যাখ্যা 

ইসলামি প্রচার সংস্থার "আয়াতের সাথে জীবন" কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, ১৪০০ বছর পরও কুরআন প্রাণবন্ত ও প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের কাছে এই জীবন-গ্রন্থকে আধুনিক ভাষা ও পদ্ধতিতে পৌঁছে দিতে হবে।

ট্রাম্প-২, ট্রাম্প-১ এর চেয়ে দুর্বল

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে রওনখাংশ বলেন, সর্বোচ্চ নেতা ট্রাম্পের চিঠি মোকাবেলায় যে কৌশল গ্রহণ করেছিলেন তা সম্পূর্ণ প্রজ্ঞা ও শক্তির অবস্থান থেকে ছিল। ইসলামি প্রজাতন্ত্রের আলোচনায় অবস্থান অবশ্যই শক্তির ভিত্তিতে হতে হবে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম মেয়াদের চেয়ে দুর্বল, অন্যদিকে ইসলামি প্রজাতন্ত্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। কুরআনের নির্দেশনা অনুযায়ী, প্রথমে শক্তিশালী হতে হবে, তারপর আলোচনায় বসতে হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha