শনিবার ১২ এপ্রিল ২০২৫ - ২১:৪৯
ট্রাম্পের মানসিক পরীক্ষা সম্পন্ন! প্রতিবেদন প্রকাশিত হবে রোববার

ট্রাম্পের মানসিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে! প্রতিবেদন রোববার প্রকাশিত হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর হৃদয় ও মস্তিষ্ক দুটোই সুস্থ অবস্থায় আছে।

আমেরিকান সূত্রের বরাতে জানা গেছে, ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বার্ষিক মেডিকেল চেকআপ করিয়েছেন এবং তার প্রতিবেদন রোববার প্রকাশ করা হবে। তিনি আরও জানান, তাঁর শারীরিক পরীক্ষার পাশাপাশি মানসিক পরীক্ষার ফলাফলও সন্তোষজনক হয়েছে।

এই সময় ট্রাম্প বৈশ্বিক রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন। তিনি তাঁর পুরনো দাবি পুনর্ব্যক্ত করে বলেন, "ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে না," তবে তিনি চান ইরান যেন একটি “মহান ও সমৃদ্ধ দেশ” হয়ে উঠুক।

ট্রাম্প এই মন্তব্য এমন সময় করলেন, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্র আবারও ইরান-বিরোধী মনোভাব প্রকাশ করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের "সর্বোচ্চ চাপ" নীতি আজও অব্যাহত রয়েছে, যদিও এই নীতির বাস্তব প্রভাব এখনো আমেরিকার পক্ষে ফলপ্রসূ হয়নি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha