বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ - ১৫:৪৬
যুব প্রজন্মকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করব না

ইরানের মাজান্দারান প্রদেশের নামাজ প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান হুজ্জাতুল ইসলাম আব্বাস আলী ইবরাহিমী বলেছেন, “আমাদের সকলকে নামাজের খাদেম হতে হবে এবং নতুন প্রজন্মের মধ্যে নামাজের প্রচার-প্রসারে বিশেষ গুরুত্ব দিতে হবে।”

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম আব্বাস আলী ইবরাহিমী বুধবার মাজান্দারানের ষষ্ঠ শিক্ষার্থী নামাজ সম্মেলনে বক্তব্য দেন। এসময় তিনি বলেন, “নামাজের পুনরুজ্জীবন ও প্রসারে আমাদের সকল প্রচেষ্টা অত্যন্ত মূল্যবান। নতুন প্রজন্মকে নামাজের সাথে সম্পৃক্ত করতে বিশেষ নজর দিতে হবে।”

ইবরাহিমী বলেন, “নামাজের শিক্ষা ও প্রচার শুরু হয় পরিবার থেকে, স্কুলে তা বেড়ে ওঠে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজের ফলাফল সর্বোত্তম হয়।”

তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নামাজ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, “শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নামাজের সংস্কৃতি প্রসার ও শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধকরণে গৃহীত পদক্ষেপগুলো প্রশংসার দাবিদার।”

মাজান্দারান শিক্ষা বোর্ডের ডিরেক্টর ফরিদুন কালবানী নেজাদ বলেন, “নামাজ ধর্মীয় চেতনা জাগ্রতকরণ ও ইসলামী মূল্যবোধ সুদৃঢ় করার অন্যতম মাধ্যম। নামাজের খাদেম হওয়া একজন মুসলিমের জন্য মহান সম্মানের বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা নামাজের পথে কাজ করছি- এটি আমাদের গর্বের বিষয়। আল্লাহর দেয়া সকল নিয়ামতের জন্য আমরা কৃতজ্ঞ। সঠিক গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে আমাদের সন্তানদের নামাজের তাৎপর্য বুঝতে সহায়তা করতে হবে।”

নেজাদ জোর দিয়ে বলেন, “নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীলতা থেকে রক্ষা করে, আত্মিক পরিশুদ্ধি আনে এবং সুশৃঙ্খল জীবনযাপনে সহায়তা করে। এই লক্ষ্য অর্জনে শিক্ষার্থী সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha