শনিবার ১৯ এপ্রিল ২০২৫ - ০৭:৪৯
আমিন প্রকল্পে তালাবাদের উল্লেখযোগ্য অগ্রগতি

সারাদেশের হাওজা সমূহের পরিচালক আয়াতুল্লাহ আল-উজমা আরাফি তেহরান প্রদেশের হাওজার প্রচার কার্যক্রমের প্রধানদের সঙ্গে এক বৈঠকে বলেন: দুই দিনের তেহরান সফরে আমরা তালাবা, সহকারী, পরিচালক এবং শিক্ষকদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বিষয় শুনেছি।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এই বৈঠকটি ইমাম হাসান আসকারি (আ.) হাওযা স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে আয়াতুল্লাহ আরাফি বলেন: সাম্প্রতিক বছরগুলোতে হাওযার প্রচার বাজেট কিছুটা উন্নত হয়েছে এবং এর ফলে "হিজরত প্রকল্পে"ও পরিবর্তন এসেছে।

"আমিন প্রকল্প" উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে; সাম্প্রতিক সময়ে প্রকল্পে তালাবার সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে এই সংখ্যা নিয়ন্ত্রিত হয়েছে।
তিনি বলেন: আমিন প্রকল্পে নিযুক্ত মুবাল্লিগদের অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক যোগাযোগ গড়ে উঠেছে।

যদিও এই প্রকল্পে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে, তা এখনো আমাদের প্রত্যাশিত মাত্রার মাত্র ৩০ শতাংশ।
হাওজার পাঠ্যসামগ্রী ও কাঠামো নিয়েও তিনি বলেন: কেন্দ্রীয় পাঠ্য পরিকল্পনা ও গ্রন্থ সংকলনে ইতিবাচক পরিবর্তন এসেছে।

হাওজার বিষয়ের শ্রেণিবিন্যাস এবং উপযুক্ত পাঠ্য সংকলন ভবিষ্যতে হাওযার মুলধন হিসেবে বিবেচিত হতে পারে।


আন্তর্জাতিক প্রসঙ্গে তিনি বলেন: আহলে বাইতের (আ.) মানবিক ও আলোকিত বাণী আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রভাব ফেলছে।

তবে আন্তর্জাতিক বিভাগের সাফল্য সত্ত্বেও আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। হাওজা এখনো আন্তর্জাতিক রূপ লাভ করেনি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha