হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এই বৈঠকটি ইমাম হাসান আসকারি (আ.) হাওযা স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে আয়াতুল্লাহ আরাফি বলেন: সাম্প্রতিক বছরগুলোতে হাওযার প্রচার বাজেট কিছুটা উন্নত হয়েছে এবং এর ফলে "হিজরত প্রকল্পে"ও পরিবর্তন এসেছে।
"আমিন প্রকল্প" উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে; সাম্প্রতিক সময়ে প্রকল্পে তালাবার সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে এই সংখ্যা নিয়ন্ত্রিত হয়েছে।
তিনি বলেন: আমিন প্রকল্পে নিযুক্ত মুবাল্লিগদের অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক যোগাযোগ গড়ে উঠেছে।
যদিও এই প্রকল্পে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে, তা এখনো আমাদের প্রত্যাশিত মাত্রার মাত্র ৩০ শতাংশ।
হাওজার পাঠ্যসামগ্রী ও কাঠামো নিয়েও তিনি বলেন: কেন্দ্রীয় পাঠ্য পরিকল্পনা ও গ্রন্থ সংকলনে ইতিবাচক পরিবর্তন এসেছে।
হাওজার বিষয়ের শ্রেণিবিন্যাস এবং উপযুক্ত পাঠ্য সংকলন ভবিষ্যতে হাওযার মুলধন হিসেবে বিবেচিত হতে পারে।
আন্তর্জাতিক প্রসঙ্গে তিনি বলেন: আহলে বাইতের (আ.) মানবিক ও আলোকিত বাণী আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রভাব ফেলছে।
তবে আন্তর্জাতিক বিভাগের সাফল্য সত্ত্বেও আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। হাওজা এখনো আন্তর্জাতিক রূপ লাভ করেনি।
আপনার কমেন্ট