বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ - ০৮:১৩
আমাদের নিজের চেয়েও অধিক মেহেরবান...!

সিরাতের পুল পার হওয়া, আমল পরিমাপ এবং আমাদের শিয়াদের হিসাব-নিকাশ আমাদের দায়িত্ব। শপথ সেই আল্লাহর, আমরা নিজের চেয়েও বেশি তোমাদের জন্য মেহেরবান!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর সাদিক (আ.) বলেন:
«إِلَيْنَا الصِّرَاطُ وَ الْمِيزَانُ وَ حِسَابُ شِيعَتِنَا، وَ اللَّهِ أَنَا أَرْحَمُ بِكُمْ مِنْكُمْ بِأَنْفُسِكُم‏»
“সিরাতের পুল পার হওয়া, আমল পরিমাপ এবং আমাদের শিয়াদের হিসাব-নিকাশ আমাদের দায়িত্ব। শপথ সেই আল্লাহর, আমরা নিজের চেয়েও বেশি তোমাদের জন্য মেহেরবান!”

(সূত্র: আল-খরায়েজ ওয়াল জারায়েহ, খণ্ড ২, পৃষ্ঠা ৭১৪)

রাসুলুল্লাহ (সা.) যখন ইমাম হুসাইন (আ.)-এর জন্মের সময় হযরত ফাতিমা যাহরা (সা.)-কে তাঁর শাহাদতের সংবাদ দেন, তখন তিনি ইমাম হুসাইন (আ.)-এর পরবর্তী ইমামদের নামও উল্লেখ করেন। ইমাম সাদিক (আ.) সম্পর্কে তিনি বলেন:

«...اَلنَّفَّاعُ جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ...»
“...উপকারী, জাফর ইবনে মুহাম্মদ...” — অর্থাৎ, জাফর ইবনে মুহাম্মদ (আ.) হচ্ছেন অতীব উপকারী ও কল্যাণদায়ক।

(সূত্র: কামালুদ্দিন, খণ্ড ১, পৃষ্ঠা ২৮৪)

হাজি মোল্লা বেমান আলী মোহাক্কিক ওয়ায়েজিন দমগানী হযরত সাদিক (আ.)-এর ফজিলতের বিষয়ে নিজের ছড়িয়ে থাকা নোটসমূহে লিখেছেন:

সবচেয়ে বড় পাওয়া হল — উভয় জগতে মুক্তি লাভ। আর তা অর্জিত হয় গোনাহ ত্যাগ ও ইবাদতের তাওফিকের মাধ্যমে।
যদি তুমি এমন একটি দরজার সন্ধানে থাকো, যার মাধ্যমে এই ফল পাওয়া যায় — তবে জাফর ইবনে মুহাম্মদ (আ.)-এর দরজায় যাও।
আমাদের দ্বীনের মনীষীগণ লিখেছেন, এই মহান ইমামের প্রতি তাওয়াস্সুলের ফল হল:
ইবাদতের তাওফিক, সুন্নত পালন, নৈকট্য অর্জন এবং হারাম বস্তু পরিহারে সাফল্য।

তাঁর প্রতি তাওয়াস্সুলের দোয়া এইরূপ:
«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ وَلِيِّكَ الصادق جَعْفَرٍ بن مُحَمَّدٍ إِلَّا أَعَنْتَنِي بِهِ عَلَى طَاعَتِكَ وَ رِضْوَانِكَ وَ بَلَّغْتَنِي بِهِمَا مَا يُرْضِيكَ إِنَّكَ فَعَّالُ لِمَا تُرِيد»
“হে আল্লাহ! আমি তোমার ওলী জাফর ইবনে মুহাম্মদের (আ.) হক্বে তোমার কাছে প্রার্থনা করছি— তুমি যেন তাঁর উসিলায় আমাকে তোমার আনুগত্য ও সন্তুষ্টিতে সাহায্য করো এবং সে সকল বিষয়ে পৌঁছে দাও, যা তোমার সন্তুষ্টি আনে। তুমি তো কর্তা, যা চাও করবার ক্ষমতা তোমার।”

(সূত্র: বিহারুল আনওয়ার, খণ্ড ৯১, পৃষ্ঠা ৩৪)

যদি কেউ চায় যে, কিয়ামতের দিন তাঁর আমলনামা ডান হাতে দেয়া হোক, তবে হযরত সাদিক (আ.)-এর প্রতি ভালবাসা ও অনুরাগ পোষণ করতে হবে এবং তাঁর দরজার ধূলিকণায় নিজেকে সমর্পণ করতে হবে।

ইমাম সাদিক (আ.)-এর ফজিলতের বর্ণনায় শাজান-এ-এর 'মানাকিব'-এ উল্লেখ রয়েছে:
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
«مَنْ أَحَبَّ أَنْ يَلْقَى اَللَّهَ تَعَالَى وَ كِتَابُهُ بِيَمِينِهِ فَلْيَتَوَلَّ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ اَلصَّادِقَ»
“যে ব্যক্তি চায় আল্লাহর সাক্ষাৎ লাভ করতে এবং তার আমলনামা ডান হাতে গ্রহণ করতে, সে যেন জাফর ইবনে মুহাম্মদ সাদিক (আ.)-এর ওলায়ত গ্রহণ করে।”

(সূত্র: বিহারুল আনওয়ার, খণ্ড ৩৬, পৃষ্ঠা ২৯৬)

শেখুল আইম্মা ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র আত্মার দরবারে একটি সালাওয়াত পাঠ করে হাদিয়া দিন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha