শনিবার ২৬ এপ্রিল ২০২৫ - ১৮:২৫
ইরানের শহীদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪, আহত ৫ শতাধিক

ইরানের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে অবস্থিত শহীদ রাজায়ী বন্দরে আজ (২৬ এপ্রিল ২০২৫) একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ৪ জন নিহত এবং ৫০০-এর বেশি আহত হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হাওজা নিউজ এজেন্সি: বিস্ফোরণটি ঘটেছে বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে। বিস্ফোরণের তীব্রতায় প্রশাসনিক ভবন ও যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে কালো ধোঁয়া ও আগুনের গোলা দেখা গেছে। 

প্রাথমিকভাবে দাহ্য পদার্থের অবহেলাজনিত সংরক্ষণকে দায়ী করা হচ্ছে, তবে আনুষ্ঠানিক তদন্ত চলছে। বন্দরের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকারী দল ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। 

হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি তাৎক্ষণিকভাবে সহায়তা কার্যক্রম শুরু করেছে। শহীদ রাজায়ী বন্দর ইরানের একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র, যা হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত। বিশ্বের মোট তেলের ২০% এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। 

এই ঘটনা ইরান-মার্কিন পারমাণবিক আলোচনার সময় ঘটায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha