বৃহস্পতিবার ৮ মে ২০২৫ - ২০:৫২
ইসরায়েলের রামন বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে কয়েকটি সুনির্দিষ্ট ও ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে বলে ঘোষণা দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইয়েমেনের আল-মাসিরাহ নেটওয়ার্কের বরাতে জানা যায়, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলি রাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত লক্ষ্যবস্তুতে সফল সামরিক অভিযানের বিস্তারিত বিবরণ দিয়ে একটি বিবৃতি জারি করেছে। 

বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে দুটি সফল ড্রোন হামলা চালানো হয়েছে। প্রথম অভিযানে দুটি ড্রোন দ্বারা উম আল-রাশরাশ এলাকায় অবস্থিত রামন বিমানবন্দর লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় হামলায় ইয়েমেনি তৈরি "ইয়াফা" নামক একটি ড্রোন দিয়ে দখলকৃত জাফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয়। 

অন্যদিকে, ইয়েমেনি সামরিক বাহিনী উত্তর রেড সিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান ও তার সহযোগী কয়েকটি জাহাজের বিরুদ্ধে একটি সম্মিলিত অভিযানের কথা জানিয়েছে। এই অভিযানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়। 

বিবৃতি অনুযায়ী, এই হামলায় শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একটি এফ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ফলশ্রুতিতে, ইউএসএস ট্রুম্যান রেড সির সর্বউত্তর অংশে পিছু হটতে বাধ্য হয় বলে জানা গেছে। 

ইয়েমেনি সামরিক বাহিনী আরও যোগ করেছে যে এই অভিযানের মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বাহিনীর পরিকল্পিত বিমান হামলা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 

বিবৃতির শেষাংশে সতর্ক করে বলা হয়, ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো নতুন আগ্রাসনের মুখে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এই হামলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইয়েমেনে হামলা স্থগিতের ঘোষণার আগে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha