সোমবার ১২ মে ২০২৫ - ১৬:৩৯
“নিজেকে জান্নাতের চেয়ে কম মূল্যে বিক্রি করো না”

একজন বুদ্ধিমান ও চিন্তাশীল মানুষ কখনোই তার মূলধন বা শ্রেষ্ঠ সম্পদকে তুচ্ছ দামে বিক্রি করতে রাজি হয় না। আমাদের জীবন ও আল্লাহপ্রদত্ত সব নেয়ামত—এই দুনিয়ার বাজারে আমাদের প্রকৃত পুঁজি।

হাওজা নিউজ এজেন্সি: পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন:
إِنَّ الَّذِینَ یَتْلُونَ کِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِیَةً یَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ.
যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসার আশা রাখে যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। [সূরা ফাতির, আয়াত ২৯]

ব্যাখ্যা: ইমাম হাদী (আ.) এক হাদীসে দুনিয়াকে একটি বাজারের সাথে তুলনা করে বলেন,

اَلدُّنْیَا سُوقٌ رَبِحَ فِیهَا قَوْمٌ وَ خَسِرَ آخَرُونَ
“এই দুনিয়া একটি বাজার; এখানে কেউ লাভবান হয়, আবার কেউ ক্ষতিগ্রস্ত হয়।”

[তুহাফুল উকূল, খণ্ড ১, পৃষ্ঠা ৪৮৩]

পবিত্র কুরআনও এই দুনিয়ার বাজারে মানুষকে দুই শ্রেণিতে ভাগ করেছে—একদল ক্ষতিগ্রস্ত:
فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ
“তাদের ব্যবসা কোনো লাভ দেয়নি।” [সূরা বাকারা, আয়াত ১৬]

অন্য দল—যারা সর্বদা লাভজনক ও চিরস্থায়ী বাণিজ্যের প্রত্যাশা করে:
یَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ
“তারা এমন এক ব্যবসার আশা রাখে যা কখনো ধ্বংস হবে না।” (সূরা ফাতির, আয়াত ২৯)

এদিকে কুরআন আল্লাহকে বান্দার পণ্য বা জীবনের ক্রেতা হিসেবে উপস্থাপন করে:

إِنَّ اللَّهَ اشْتَرَیٰ مِنَ الْمُؤْمِنِینَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ
আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল কিনে নিয়েছেন, যার বিনিময়ে জান্নাত রয়েছে।

[সূরা তাওবা, আয়াত ১১১]

আর মানুষকে এই লেনদেনে অংশগ্রহণকারী বা বিক্রেতা:

وَمِنَ النَّاسِ مَنْ یَشْرِی نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ
আর কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদের জীবন বিক্রি (উৎসর্গ) করে দেয়।

[সূরা বাকারা, আয়াত ২০৭]

এই মহান বাণিজ্যের ফলাফল—চিরন্তন সৌভাগ্য ও সাফল্য!

فَاسْتَبْشِرُوا بِبَیْعِکُمُ الَّذِی بَایَعْتُمْ بِهِ وَذَٰلِکَ هُوَ الْفَوْزُ الْعَظِیمُ
তোমরা যে লেনদেন আল্লাহর সাথে করেছ, তার কারণে তোমাদের জন্য সুসংবাদ! এটি-ই হচ্ছে চরম সফলতা ও সৌভাগ্য।

[সূরা তাওবা, আয়াত ১১১]

অতএব, বোঝাই যায়—বুদ্ধিমান ও হিতাকাঙ্ক্ষী মানুষ কখনোই নিজের জীবন ও আল্লাহপ্রদত্ত নেয়ামতকে তুচ্ছ মূল্যে বিক্রি করবে না। আমাদের সময়, শক্তি ও জীবনের প্রতিটি মুহূর্ত—এই দুনিয়ার পরীক্ষার বাজারে আমাদের মূলধন। আর এই লেনদেনে সর্বোত্তম ক্রেতা হচ্ছেন পরম দয়ালু আল্লাহ; আর উত্তম মূল্য—জান্নাত, যা তাঁর সীমাহীন রহমতের প্রতীক।

এজন্যই মাওলায়ে মুত্তাকিন ইমাম আলী (আ.) বলেন,

أَلاَ إِنَّهُ لَیْسَ لِأَنْفُسِکُمْ ثَمَنٌ إِلاَّ اَلْجَنَّةُ فَلاَ تَبِیعُوهَا إِلاَّ بِهَا
“জেনে রাখো, তোমাদের জীবনের প্রকৃত মূল্য শুধু জান্নাত। সুতরাং নিজেকে জান্নাত ছাড়া আর কোনো কিছুর বিনিময়ে বিক্রি করো না।”

[গুরারুল হিকাম, খণ্ড ১, পৃষ্ঠা ১৭৭]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha