বুধবার ২০ আগস্ট ২০২৫ - ০৯:২৮
রিয়া বা লোক দেখানো ইবাদত: আমল বিনষ্টের গভীর খাদ

ইসলামি শিক্ষায় ‘রিয়া বা লোক দেখানো ইবাদত বা সৎকর্ম’কে সবচেয়ে ভয়াবহ আধ্যাত্মিক রোগগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয় এবং পরকালে তার বিনাশ ডেকে আনে।

হাওজা নিউজ এজেন্সি: রিয়া প্রসঙ্গে ইমাম জাফর সাদিক (আ.) একটি গভীর ও সতর্কবার্তামূলক হাদিসে রিয়াকারী ব্যক্তির পরিণতির কথা উল্লেখ করেছেন।

তিনি (আ.) বলেছেন,

إِنَّ المُرائی یُدعَی یَومَ القِیامَةِ بِأربَعَةِ أَسماءٍ: یا کافِر! یا فاجِر! یا غادِر! یا خاسِر! حَبِطَ عَمَلُکَ و بَطَلَ أَجرُکَ.

কিয়ামতের দিনে রিয়াকারীকে চারটি নামে ডাকা হবে: “হে কাফির! হে পাপী! হে বিশ্বাসঘাতক! হে ক্ষতিগ্রস্ত! তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে এবং তোমার প্রতিদান বাতিল হয়ে গেছে।

[ওয়াসায়েলুশ শিয়া, খন্ড- ১, হাদীস- ৫১]

রিয়া এমন এক আত্মিক রোগ যা মানুষের আমলকে বিনষ্ট করে দেয় এবং তাকে আখেরাতে সর্বনাশের দিকে ঠেলে দেয়। তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হলো নিয়তকে খাঁটি রাখা এবং প্রতিটি আমল কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পন্ন করা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha