মঙ্গলবার ১৩ মে ২০২৫ - ১০:৫৩
ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত: সেনাপ্রধান

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি শত্রুতামূলক কোনো পদক্ষেপের মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনীর যুদ্ধ ও অপারেশনাল প্রস্তুতির ওপর জোর দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: মেজর জেনারেল বাকেরি বলেন, যুদ্ধক্ষমতা ও প্রস্তুতির দিক থেকে আমরা আমাদের সর্বোত্তম অবস্থানে রয়েছি। আলহামদুলিল্লাহ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অপারেশনাল পরিকল্পনা এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় আমাদের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত।

তিনি আরও বলেন, আমার এই সফরে সব অপারেশনাল পরিকল্পনা ও প্রস্তুতি পরিদর্শন করা হয়েছে। এতে নিশ্চিত হওয়া গেছে যে প্রশিক্ষণ, মহড়া, কার্যক্রম পরিচালনা এবং মানসিক ও অপারেশনাল প্রস্তুতির দিক থেকে আমাদের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সক্ষমতাসম্পন্ন।

মেজর জেনারেল বাকেরি সতর্ক করে দিয়ে বলেন, যেসব শত্রু মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে হুমকি দেয়, তাদের প্রতি আমাদের পরামর্শ হলো—ভুল হিসেবনিকেশ করে তোমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারো, কিন্তু এর পরিণতি, সময়, স্থান ও যুদ্ধের গতিধারা তোমাদের নিয়ন্ত্রণে থাকবে না। সেগুলো নির্ধারণ করবে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

তিনি জোর দিয়ে বলেন, শত্রুরা যদি কোনো ভুল করে বা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র ভূমি ও জলসীমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম ও প্রস্তুত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha