শুক্রবার ১৬ মে ২০২৫ - ১০:২৫
গুণগত কন্টেন্ট প্রস্তুত করাই মিডিয়া যুদ্ধে বিজয়ের মূল হাতিয়ার

ইমাম আলী ইবনে আবি তালিব (আ.) ব্রিগেডে ইরানের সর্বেচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম হোসাইন দাশতি বলেছেন, মিডিয়া যুদ্ধে আপনারা সৈনিক হিসেবে সমৃদ্ধ কন্টেন্ট তৈরি করে মানুষের চিন্তা পরিবর্তন করতে এবং সংশয় দূর করতে পারেন।

হাওজা নিউজ এজেন্সি: ‘রুইদদ-এ ওমিদ’ সম্মেলনে, যা পাবলিক রিলেশন্স দিবস উপলক্ষে আয়োজিত হয়, হুজ্জাতুল ইসলাম হোসাইন দাশতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রতিটি প্রতিষ্ঠানের পাবলিক রিলেশন্স হলো সেই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের প্রতিচ্ছবি। এখানে দুটি বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি: প্রথমত, প্রতিষ্ঠানের সত্যিকারের পরিচয় ও অগ্রগতি তুলে ধরা এবং দ্বিতীয়ত, কন্টেন্ট বা বার্তার গুণগত মান নিশ্চিত করা।”

তিনি প্রতিষ্ঠানের খবর প্রচারের গুরুত্ব তুলে ধরে বলেন, “মিডিয়ায় উপস্থিতি প্রতিটি প্রতিষ্ঠানের অধিকার, যাতে তারা সমর্থন ও স্বীকৃতি পেতে পারে। আর এই দায়িত্ব পাবলিক রিলেশন্স বিভাগের।”

মিডিয়ার ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “মিডিয়া ব্যক্তিত্ব গঠন করে। কখনো কখনো এটি কিছু ব্যক্তিকে অতিমাত্রায় বড় করে দেখায়, আবার কেউ কেউ অপরিচিত থেকে যায়। তাই মিডিয়াকে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বাড়াবাড়ি বা অতিরঞ্জন থেকে বিরত থাকতে হবে।”

মিডিয়া কন্টেন্টের গুরুত্ব সম্পর্কে হুজ্জাতুল ইসলাম দাশতি বলেন, “অসম মিডিয়া যুদ্ধের এই সময়ে আমাদের কন্টেন্ট তৈরি করতে আরও সতর্ক ও সচেতন হতে হবে। মিডিয়া যুদ্ধে আপনারা সৈনিক। সমৃদ্ধ ও গুণগত কন্টেন্ট তৈরি করে আপনারা মানুষের চিন্তা বদলে দিতে পারেন এবং বিভিন্ন সংশয়ের জবাব দিতে পারেন।”

শেষে তিনি বলেন, “মিডিয়া ক্ষেত্রে কাজ করা অত্যন্ত কঠিন ও সংবেদনশীল। সতর্কতার সাথে কাজ করতে হবে, যাতে সত্যের বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha