হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. রেজা আমিরি মোঘাদ্দাম বলেছেন, বর্তমান যুদ্ধ শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং এটি পুরো ইসলামী বিশ্বের বিরুদ্ধেই আরোপিত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. রেজা আমিরি মোঘাদ্দাম অবৈধ দখলদার ইহুদি গোষ্ঠীর চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধ নিয়ে কথা বলেন। তিনি বলেন: এই যুদ্ধ কেবল ইরান নয়, বরং গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে। ভবিষ্যতে এর প্রভাব ও পরিণতি আঞ্চলিক সকল দেশের ওপর, এমনকি পাকিস্তানের ওপরও পড়তে পারে।
তিনি আরও বলেন: যুদ্ধে সবাই নিজেদের বিজয়ী দাবি করে, কিন্তু আমরা দৃষ্টিপাত করি বিশ্বের প্রতিক্রিয়ার দিকে। আমরা কারও ওপর আগ্রাসন চালাইনি, বরং আগ্রাসন তাদের পক্ষ থেকেই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেরাই ঘোষণা করেছিলেন যে, তারা ইরানের সরকারকে উৎখাত করতে ও এর পরিবর্তন চায়।
রাষ্ট্রদূত আমিরি মোঘাদ্দাম পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: পাকিস্তানের ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় ছিল। পাকিস্তানের গণমাধ্যম, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর বোর্ড অফ গভর্নরসে তারা আমাদের পক্ষে অবস্থান নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইরানের পূর্ণ সমর্থন জানিয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, এই ইস্যুতে ভারত নিজেকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে।
শেষে, ড. রেজা আমিরি মোঘাদ্দাম মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান: তারা যেন পারস্পরিক ঐক্য বজায় রাখে, পশ্চিমা চাপমুক্ত থাকে এবং গাজা ও ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করে।
আপনার কমেন্ট