শুক্রবার ৪ জুলাই ২০২৫ - ১৬:৫০
ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে মজলিসে জনাব মোস্তাক আহমেদের প্রেরণাদায়ী বক্তব্য

জনাব মোস্তাক আহমেদ বলেন, “হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন” – অর্থাৎ হোসাইন আমার থেকে, আর আমি হোসাইনের থেকে – এই পবিত্র হাদীস ইসলামের মানবিক মূল্যবোধ এবং আত্মত্যাগের মর্মবাণী তুলে ধরে। 

হওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ৪ জুলাই ২০২৫ – কারবালার মহাবিপ্লব ও ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের স্মরণে আয়োজিত এক বিশেষ শোকানুষ্ঠানে জনাব মোস্তাক আহমেদ হৃদয়বিদারক ও প্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। 
উক্ত মজলিসে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন এবং কারবালার ইতিহাস, ন্যায় ও অন্যায়ের সংঘাত এবং আত্মত্যাগের মহত্ব নিয়ে গভীরভাবে অনুধাবন করেন।

বক্তব্যে জনাব মোস্তাক আহমেদ বলেন, “হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন” – অর্থাৎ হোসাইন আমার থেকে, আর আমি হোসাইনের থেকে – এই পবিত্র হাদীস ইসলামের মানবিক মূল্যবোধ এবং আত্মত্যাগের মর্মবাণী তুলে ধরে। 
তিনি আরও বলেন, “ইমাম হুসাইন (আ.) অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের চিরন্তন প্রতীক। তাঁর আদর্শ আজও পৃথিবীব্যাপী নিপীড়িত মানুষের জন্য অনুপ্রেরণা।”

আন্তর্জাতিক প্রসঙ্গে তিনি ইরান, ইসরাইল ও আমেরিকার ভূরাজনৈতিক দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে বলেন, “কারবালার শিক্ষাই আজ আমাদের শেখায় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে, যার প্রতিচ্ছবি আজও আমরা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দেখতে পাই।” 
তিনি মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা, ফিলিস্তিন সংকট এবং ইরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষিতে মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মজলিসটি দোয়া ও ইমাম হুসাইন (আ.)-এর স্মরণে মুনাজাতের মাধ্যমে শেষ হয়। আয়োজকগণ জানান, এ ধরনের অনুষ্ঠান আগামীতেও অব্যাহত থাকবে যাতে করে যুবসমাজ হুসাইনী চেতনায় অনুপ্রাণিত হয়।

উপসংহার:
এই মজলিস কেবল একটি শোকানুষ্ঠান নয়, বরং তা ছিল আত্মশুদ্ধি, ন্যায়বোধ ও সমাজ সচেতনতা সৃষ্টির এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha