হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ শনিবার (৫ই জুলাই ২০২৫) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানা এলাকায় বিভিন্ন বাজারে যেমন রামচন্দ্রপুর, বাদুড়িয়া, বাগজোলা, চাতরা, কেওশা প্রভৃতিতে তাতহীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় এক বৃহৎ পথসভা। উক্ত পথসভায় ইমাম হোসাইন (আঃ) এবং তাহার সঙ্গীদের কারবালার ময়দানে জালিম ইয়াজিদ ও তার সঙ্গীদের বিরুদ্ধে ইসলাম তথা মানবতাকে বাঁচানোর জন্য লড়া আপসহীন সংগ্রামের ইতিহাস ও তাৎপর্যকে তুলে ধরেন মাওলানা হাবিবুল্লাহ খান, মাওলানা শাহজাহান আলী, মাওলানা জামশেদ আলী, মাওলানা মদত আলী, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।
উক্ত পথ সভায় পথচারীদের ও দোকানদার-দের মধ্যে পানির বোতল এবং ইমাম হোসাইন (আঃ)-এর আশুরা বিপ্লব সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
বক্তাগণ আশুরা বিপ্লবের নিরিখে বর্তমান বিশ্বের জালিম ও মজলুমদের পরিচিতি এবং জালিমদের বিরুদ্ধে সংগ্রামে রাহবার সৈয়দ আলী হোসৈনি খামেনেয়ী (হাঃ) ও অন্যান্য মার্জাগনের ভূমিকা তুলে ধরেন।

শহীদ সম্রাট ইমাম হোসাইন (আ.)-এর স্মরণে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানা এলাকায় পথসভা এবং পথচারীদের মধ্যে পানি বিতরনের আয়োজন।
আপনার কমেন্ট