শনিবার ৫ জুলাই ২০২৫ - ১২:২২
৮ মহরমে হজরত আব্বাস (আ.)-এর স্মরণে জুলুস অনুষ্ঠিত

হজরত আব্বাস (আ.) ছিলেন ইমাম হুসাইন (আ.)-এর সত্যিকারের সহযোদ্ধা। তিনি ছিলেন আনুগত্য, সাহস ও ধৈর্যের প্রতীক।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম মাওলানা ফিরোজ হোসাইন জাইদি সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ৮ মহরম: পবিত্র মহরম মাসের অষ্টম দিনে হজরত আব্বাস (আ.)-এর স্মরণে এক ধর্মীয় জুলুসের আয়োজন করা হয়। শোকার্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে জুলুসটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই জুলুসে হুজ্জাতুল ইসলাম মাওলানা ফিরোজ হোসাইন জাইদি সাহেব বিশেষ বক্তব্য রাখেন। 
তিনি তাঁর আলোচনায় হজরত আব্বাস (আ.)-এর বীরত্ব, আনুগত্য ও করবালার ময়দানে তাঁর আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। 
তিনি বলেন, হজরত আব্বাস (আ.) ছিলেন ইমাম হুসাইন (আ.)-এর সত্যিকারের সহযোদ্ধা। তিনি ছিলেন আনুগত্য, সাহস ও ধৈর্যের প্রতীক।

মাওলানা জাইদি সাহেব আরও বলেন, আজকের দিনে আমাদের উচিত হজরত আব্বাস (আ.)-এর চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা।

জুলুস শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha