শনিবার ৫ জুলাই ২০২৫ - ১২:৪৭
কারবালার শিক্ষা ও আজকের বাস্তবতা

ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত উপলক্ষে মজলিসে মাওলানা মুনির আবাস নাজাফি সাহেবের বক্তব্য কারবালার শিক্ষা ও আজকের বাস্তবতা নিয়ে আলোচনা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহরম: কারবালার মহামর্মান্তিক ঘটনার স্মরণে ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত উপলক্ষে এক শোকসভা ও মজলিসের আয়োজন করা হয়। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতিতে পরিবেশ ছিল গভীর শোক ও ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।

মজলিসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আবাস নাজাফি সাহেব। 
তিনি তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ, আদর্শ ও করবালার বিপ্লবের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাওলানা নাজাফি সাহেব বলেন, ইমাম হুসাইন (আ.) শুধু ইতিহাসের এক ব্যক্তি নন, বরং তিনি মানবতা, ন্যায় ও সত্যের অনন্য প্রতীক। তাঁর শাহাদাত একটি চিরন্তন বার্তা বহন করে—যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এবং ন্যায়ের পথে আত্মত্যাগই সত্যিকারের বিজয়।

তিনি আরও বলেন, আজকের সমাজেও ইমাম হুসাইন (আ.)-এর শিক্ষাগুলো অনুসরণ করাই আমাদের মূল কর্তব্য। করবালার শিক্ষা আমাদের শিখায় কীভাবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে হয় সাহসিকতা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে।

মজলিস শেষে ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের মাসায়েব বর্ণনা করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha