হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
খুনে লালেলাল হুসেন ইবনে আলী।
কাঁদে মা ফাতেমা মৌওলা আলী।
মোদিনা হোতে এমাম হুসেন কুফায় হোলো রওয়ানা।
আখেরি সালাম হুসেন পাকের লওগো নানা।
আসিবোনা য়ার ফিরিয়া ঝরে চোখের পানি।
জেগলে দিতচুমা দয়ার নবী।
সেগলে চালায় সিমার ধারালো ছুরি।
তবুও ছাড়লো না জুলুম এজিদ সমর বাহিনী।
রাখি তো পালকোমে ছুপাকে
মা ফাতেমা জননি।
নুরের দোলাই দোলাতো মৌওলা আলী।
এমাম পরিবারে চালায় তির তালোয়ার ছুরি।
খেলে শিসু আলী আসগার কারবালার জমিনে।
মারিলো তির হুরমুলা আলী আসগারের বুকে।
খুনে রাঈঁআ আলী আসগার বয়েযায় দুই চোখের পানি।
আপনার কমেন্ট