রবিবার ১৩ জুলাই ২০২৫ - ০৮:৩৬
ইরানের পরমাণু অধিকার নিয়ে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত

চলমান দ্বিপাক্ষিক যোগাযোগের প্রেক্ষাপটে ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে গণমাধ্যমকে জানিয়েছে একাধিক সূত্র।

হাওজা নিউজ এজেন্সি: লেবাননের সংবাদমাধ্যম আল-মায়াদিন কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে রাশিয়ার পক্ষ থেকে তেহরানকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

এর আগে, এক অবগত সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ইরানে কোনো বার্তা পাঠানো হয়নি যাতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, সেই বৈঠকের পর রাশিয়া ও ইরানের মধ্যে বিদ্যমান যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ‘শূন্য সমৃদ্ধকরণ’–সংক্রান্ত কোনো বার্তাও আদান-প্রদান হয়নি।

উল্লেখ্য, ইসরায়েল ও পশ্চিমা গণমাধ্যম প্রচার করছে যে রাশিয়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছে, অর্থাৎ রাশিয়াও চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকুক– যা নিছক প্রোপাগাণ্ডা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha