হাওজা নিউজ এজেন্সি: শনিবার রাষ্ট্রীয় রেডিওর এক ফোন সাক্ষাৎকারে বাকাঈ বলেন, কূটনৈতিক অঙ্গন সহজ নয় এবং সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার পুনরারম্ভ হলেও, সেটি যুদ্ধক্ষেত্রের চেয়ে কম কঠিন হবে না।
বাকায়ীর এই মন্তব্য এমন সময় এসেছে যখন জল্পনা চলছে যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হতে পারে। তবে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর পর সেই আলোচনা স্থগিত হয়ে যায়।
তিনি আরও বলেন, “যেভাবে সশস্ত্র বাহিনী বাইরের আগ্রাসনের বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা করে, সেভাবেই কূটনৈতিক ব্যবস্থাও জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করে।”
বাকায়ী জোর দিয়ে বলেন, “কূটনীতি একটি চলমান প্রক্রিয়া, এবং আমরা আমাদের অধিকার অর্জনের চেষ্টায় কখনও হাল ছাড়ি না। আন্তর্জাতিক পরিসর ন্যায়ভিত্তিক না হলেও, জাতিসংঘ ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে ইরান তার কূটনৈতিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”
আপনার কমেন্ট