বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ - ১০:০৪
আরবাঈনের পদযাত্রায় নারীদের অংশগ্রহণে শরয়ি বিধান কী?

বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ ‘আরবাঈনের পদযাত্রা’তে নারীদের অংশগ্রহণ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে—এটি কি শরিয়তের দৃষ্টিতে অনুমোদিত? আয়াতুল্লাহ খামেনেয়ীর দপ্তরে পাঠানো এক প্রশ্নের উত্তরে এসেছে পরিষ্কার দিকনির্দেশনা।

হাওজা নিউজ এজেন্সি: আরবাঈনের পদযাত্রা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত, যেখানে প্রতিবছর কোটি কোটি মানুষ ইমাম হুসাইন (আ.)-এর স্মরণে কারবালায় পদযাত্রায় অংশ নেন। এ উপলক্ষে বহু নারীও আগ্রহী হন এই মহান কর্মে অংশ নিতে।

অনেকেই প্রশ্ন করেন, শরিয়তের দৃষ্টিতে নারীদের এই পদযাত্রায় অংশগ্রহণের বিধান কী? এই বিষয়ে আয়াতুল্লাহ খামেনেয়ীর দপ্তরে পাঠানো একটি প্রশ্নোত্তর নিম্নরুপ:

প্রশ্ন: আরবাঈনের পদযাত্রায় নারীদের অংশগ্রহণের শরয়ি হুকুম কী?

উত্তর: যদি শরিয়তের বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট আইন ও নিয়মনীতি মেনে চলা হয়, তবে নারীদের আরবাঈনের পদযাত্রায় অংশগ্রহণে কোনো আপত্তি নেই।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha