হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কুমরপুর মসজিদে আহলে বাইতে ইমাম হুসাইন (আ.)-এর চল্লিশা (আরবাঈন) উপলক্ষে এক ধর্মীয় মজলিসের আয়োজন করা হয়।
মজলিসে মাওলানা মুনির আবাস নাজাফি ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের তাৎপর্য ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।
মজলিসে হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফি কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট, ইমাম হুসাইন (আ.)-এর অবিচল ধৈর্য ও ত্যাগের কথা এবং মানবতার মুক্তির জন্য তাঁর শাহাদাতের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বক্তব্যে তিনি বলেন, “ইমাম হুসাইন (আ.) কেবল মুসলমানদের নয়, সমগ্র মানবজাতির জন্য স্বাধীনতা ও ন্যায়ের প্রতীক।” তিনি সকলকে তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
মজলিসে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে অংশগ্রহণ করেন। শেষে ইমাম হুসাইন (আ.)-সহ কারবালার শহীদদের মসায়েব ও বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
আপনার কমেন্ট