হাওজা নিউজ এজেন্সি: ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতিমালা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) পুনরায় ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে বলে চলমান গুজবকে অস্বীকার করেছেন।
আজিজি জানান, আগামী সপ্তাহে ইরানে আসা আইএইএ’র প্রতিনিধি দল শুধুমাত্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত আলোচনা করার অনুমতি পাবে।
তিনি জোর দিয়ে বলেন, ইরানি সংসদ কর্তৃক অনুমোদিত একটি আইনের আলোকে, কোনোভাবেই ইরান তার পারমাণবিক স্থাপনায় সরাসরি প্রবেশের সুযোগ দেবে না।
আজিজি আরও বলেন, বিদেশি সংস্থাগুলোর সঙ্গে শুধুমাত্র প্রযুক্তিগত সহযোগিতা এবং বিশেষজ্ঞ মতবিনিময় ও বিভ্রান্তি দূর করার উদ্দেশ্যে ইরানের সম্পর্ক সীমাবদ্ধ থাকবে।
এর আগে সোমবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আইএইএ’র একটি প্রযুক্তিগত প্রতিনিধি দল আগামী ১০ দিনের মধ্যে তেহরানে সফর করবে বলে ঘোষণা করেন।
আপনার কমেন্ট