শনিবার ৯ আগস্ট ২০২৫ - ১২:১৯
গাজা দখলের ইসরায়েলি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো ওআইসি

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) শুক্রবার এক বিবৃতিতে অবৈধ ইসরাইলি শাসকগোষ্ঠীর গাজা দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংস্থাটি ইসরাইলি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে “গুরুতর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন” হিসেবে অভিহিত করেছে।

হাওজা নিউজ এজেন্সি: ওআইসি বিবৃতিতে বলেছে, “আমরা সর্বোচ্চ শক্তিতে ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের গাজা উপত্যকার পুরো এলাকা পুনরায় দখল করার এবং প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।”

গাজা সিটির দখল ফলস্বরূপ ৯০০,০০০ ফিলিস্তিনিকে গাজা সিটি থেকে দক্ষিণ গাজার খানের ইউনিস শহরের পশ্চিমে অবস্থিত “মাওয়াসি” এলাকায় স্থানান্তরিত হতে হবে।

এদিকে, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বাদাওই গাজা সিটি দখলের সিদ্ধান্তের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এই সিদ্ধান্তটি সমস্ত জাতিসংঘ প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি তেল আবিবের পক্ষ থেকে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলার একটি নতুন পদক্ষেপ।”

ইসরাইলি প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতের বৈঠকে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু'র গাজা সিটি পুরোপুরি দখল করার পরিকল্পনা অনুমোদন করেছে।

এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশ এবং মানবাধিকার সংগঠন এই পদক্ষেপকে কঠোরভাবে সমালোচনা করেছে, এবং গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha