বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ - ২২:৪৬
প্রতিরোধ ফ্রন্টকে সমর্থনের জন্য আমরা ইরানের প্রতি কৃতজ্ঞ: হিজবুল্লাহ মহাসচিব

লেবাননের হিজবুল্লাহ মহাসচিব ইরানের পক্ষ থেকে ‘প্রতিরোধ ফ্রন্ট’-কে নিরলসভাবে সমর্থন করার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ড. আলী লারিজানি বৃহস্পতিবার হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই বৈঠকে দক্ষিণ লেবানন ও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেম, জায়নবাদী শত্রুর মোকাবিলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রতিরোধ ফ্রন্ট এবং লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য প্রদত্ত সমর্থনের প্রশংসা করেন।

তিনি তেহরান ও বৈরুতের ভ্রাতৃসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।

উল্লেখযোগ্য যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ড. আলী লারিজানি গতকাল বাগদাদ সফর শেষে বৈরুত পৌঁছান এবং লেবাননের প্রেসিডেন্ট জোভ আউন ও পার্লামেন্টের স্পিকার নবীহ বেরির সঙ্গে বৈঠক করেন।

আজ তিনি শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মাজার জিয়ারত করেন এবং এক গণসমাবেশে ভাষণ দেন।

নিজের বক্তব্যে তিনি শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সংগ্রাম ও তার নেতৃত্বে দখলদার জায়নবাদী সরকারের বিরুদ্ধে হিজবুল্লাহর সাফল্যের কথা উল্লেখ করেন এবং হিজবুল্লাহ যোদ্ধাদের উদ্দেশে বলেন, আজ আপনাদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রই আপনাদের কার্যকারিতার প্রমাণ।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি লেবানন ও হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha