হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রজাতন্ত্রের ১,৬০০-রও বেশি মসজিদ ও ৪৮টি অঞ্চলে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
প্রতি বছর রবিউল আউয়াল মাসে তাতারস্তানের মুসলিমরা এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে নবীজির (সা.) জন্মবার্ষিকী পালন করে থাকেন। এ বছরও নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যে রয়েছে—
▫️বৈজ্ঞানিক সেমিনার ও সম্মেলন
▫️সাংস্কৃতিক ও শিল্পকলা ভিত্তিক অনুষ্ঠান
▫️প্রতিযোগিতা ও ক্রীড়া আয়োজন
কাজানে উদ্বোধনী অনুষ্ঠান
মূল কর্মসূচির সূচনা হয়েছে শুক্রবার, ২৯ আগস্ট কাজান শহরে (তাতারস্তানের রাজধানী)। পুরনো তাতার এলাকায় অবস্থিত বিশিষ্ট তাতার আলেম শাহাবুদ্দিন মারজানির নামে নামকৃত চত্বরে এ আয়োজনের উদ্বোধন হয়। এতে ধর্মীয় আলোচনার পাশাপাশি সংস্কৃতি ও শিল্পকলার নানা পরিবেশনা থাকবে, যা বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অনুষ্ঠান বুলগারের হোয়াইট মসজিদে
৪ সেপ্টেম্বর ঐতিহাসিক বুলগার শহরের হোয়াইট মসজিদে নবীজির (সা.) জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তাতারস্তানের ধর্মীয় বিষয়ক দপ্তরের প্রধান এরিক আরসলানভ কাজানে এক সংবাদ সম্মেলনে জানান, এ বছরের অনুষ্ঠানগুলো নবীজির (সা.) জন্মের ১,৫০০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।
বৈচিত্র্যময় আয়োজন
এ বছরের উৎসবে থাকছে—
▫️বিশিষ্ট ধর্মীয় আলেম ও ক্বারিদের অংশগ্রহণ
▫️নবীজির (সা.) জীবনীভিত্তিক নাট্য পরিবেশনা
▫️আরবি ও রুশ ভাষায় নাশিদ আল-ইসলাম কোরাসের ধর্মীয় সংগীত
▫️শিশুদের জন্য বিশেষ প্রতিযোগিতা
▫️তাতার শিল্পীদের পরিবেশনায় শিল্পকলা বিষয়ক সেকশন
আপনার কমেন্ট