রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:১২
খুলনায় মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে শিয়া-সুন্নির মিলনমেলা

পবিত্র ১৭ই রবিউল আউয়াল—নবী করিম হযরত মুহাম্মাদ মুস্তাফা (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ১২ থেকে ১৭ই রবিউল আউয়াল ঘোষিত ইসলামি ঐক্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান শিয়া-সুন্নির মিলনায়তনে পরিণত হয়েছিল।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানটি শনিবার খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার প্রধান হুজ্জাতুল ইসলাম ড. শাহাবুদ্দিন মাশায়েখী। সভার সভাপতিত্ব করেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।

আলোচনা সভায় বক্তারা নবী করিম (সা.)-এর জীবনাদর্শ, ইমাম জাফর সাদিক (আ.)-এর জ্ঞান ও ইলমে অবদান এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তারা বলেন, আজকের বিশ্ব পরিস্থিতিতে মুসলমানদের পারস্পরিক বিভেদ দূর করে ঐক্যের পতাকা তলে সমবেত হওয়া সময়ের দাবি।

বক্তারা বিশেষভাবে শিয়া-সুন্নি ঐক্য ও ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তারা বলেন, ভিন্ন মাযহাবের অনুসারীরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যদি ইসলামের মূল মূল্যবোধে অটল থাকে, তবে ইসলামের শত্রুরা কখনো মুসলিম উম্মাহকে দুর্বল করতে পারবে না।

অনুষ্ঠানে শিয়া-সুন্নি আলেমদের অনন্য সমাবেশ হয়েছিল, যা ইসলামি ঐক্য ও ভ্রাতৃত্বের অনন্য নিদর্শন হিসেবে চিহ্নিত হয়। এতে বিভিন্ন স্তরের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha