হাওজা নিউজ এজেন্সি: ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল ফর ফরেন রিলেশনস-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা খাররাজি রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, যদি রাশিয়া ও চীন মধ্যস্থতার জন্য কোনো নতুন কাঠামো প্রস্তাব করে, তবে ইরান তা পর্যালোচনা করবে। রাশিয়া–চীন কি এ ক্ষেত্রে সম্ভাব্য মধ্যস্থতাকারী হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, যদি এমন কোনো প্রস্তাব দেওয়া হয়, আমরা তা বিবেচনায় নেব।”
এদিকে সংশ্লিষ্ট বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার বিকেলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপ করেন। উভয়পক্ষ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আরাজচি আইএইএ–এর সঙ্গে ইরানের ধারাবাহিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে কিছু পশ্চিমা দেশের তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। তিনি জোর দিয়ে বলেন, সংস্থাটিকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা উত্তেজনা বাড়াতে পারে।
আসন্ন আইএইএ বোর্ড অব গভর্নর্সের বৈঠককে সামনে রেখে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী অবস্থান সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন এবং ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি পুনরায় তুলে ধরেন।
আপনার কমেন্ট