হাওজা নিউজ এজেন্সি: সূত্রটি কিছু আঞ্চলিক চ্যানেল ও গণমাধ্যমে প্রচারিত এই দাবিকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে জানিয়েছে, এই সব খবর পুরোপুরি ভুয়া, জালিয়াতি, বিকৃত এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে পরিচালিত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।
সূত্রের ভাষ্যে, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কোনো স্তরে স্থগিত করার বিষয়ে কোনো আলোচনা বা বিবেচনা—কোথাও, কোনো পর্যায়ে—হয়নি। ইরানের পারমাণবিক নীতি আন্তর্জাতিক আইন, ইসলামী ব্যবস্থার সামগ্রিক কৌশলগত দিকনির্দেশনা এবং জাতীয় স্বার্থের আলোকে আগের মতোই অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “বিদেশি পক্ষগুলো এবং কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে দেশের রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা করছে। অথচ ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া ও নির্ধারিত কাঠামোর মধ্যে যেমন চলছিল, তেমনই চলছে; এর মৌলিক নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।”
সূত্রটি শেষে উল্লেখ করেন, “এ ধরনের ভুয়া খবর প্রচারের উদ্দেশ্য হলো ইরানের কৌশলগত সিদ্ধান্তগুলোতে বিভ্রান্তি সৃষ্টি করা। এই দাবি মূলত ভিত্তিহীন ও সম্পূর্ণ ভুল।”
আপনার কমেন্ট