হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলার গোয়ালাটি গ্রামে মর্যাদাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো হজরত ফাতিমা জাহরার (সা.আ.) শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত মজলিসে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান।
মজলিসে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আবুতালীব গাজী সাহেব। তিনি তার গভীর তাৎপর্যপূর্ণ বক্তব্যে হজরত ফাতিমা জাহরার (সা.আ.) জীবনাদর্শ, চরিত্র, ত্যাগ, ইমান, ধৈর্য এবং ইসলামের মহান মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
বক্তব্যে তিনি বলেন, হজরত ফাতিমা (সা.আ.) শুধু একজন মহান নারীই নন, বরং মানবতার কল্যাণে এক আলোকবর্তিকা। তাঁর আদর্শ আজও মুসলিম সমাজের পথপ্রদর্শক।
অনুষ্ঠানে বক্তার আলোচনার পাশাপাশি পাঠ করা হয় মারসিয়া ও নআওহাখানি, যা মজলিসকে আরও আবেগময় করে তোলে। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তির জন্য দোয়া করা হয়।
গোয়ালাটি গ্রামে আয়োজিত এ মজলিস ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও আধ্যাত্মিকতার বার্তা পৌঁছে দেয়।
আপনার কমেন্ট