ইরানের ধর্মীয় নগরী কোমের হাওজায়ে ইলমিয়ার তালাবা ও ফুজালাদের প্রতিনিধি পরিষদের সভাপতি রাজাভী মেহের, হাওজা নিউজ এজেন্সি’র হামাদান প্রতিনিধি সঙ্গে আলাপচারিতায় বলেন, কুরআন ও ইসলামী রেওয়ায়েতে যৌবনের বিশেষ গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মানুষের চরিত্র, ঈমান, নৈতিকতা এবং আত্মিক স্বাস্থ্য গঠনের সেরা সময় হলো তরুণ বয়স। এ সময় যদি গাফিলতিতে কেটে যায়, পরবর্তী জীবনে তার সংশোধন কষ্টসাধ্য হয়ে পড়ে।
তিনি কুরআনের আয়াত “ثُمَّ قَسَت قُلُوبُکُم مِّن بَعْدِ ذَٰلِکَ فَهِیَ کَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً” উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের গুনাহ ও অবহেলার ফলে মানুষের হৃদয় শক্ত ও অনমনীয় হয়ে যেতে পারে, এমনকি পাথরের মতো বা তার চেয়েও কঠিন। এ থেকে বোঝা যায়, তরুণ বয়সে হৃদয় নরম থাকে এবং আত্মসংশোধন সহজ হয়; কিন্তু বয়স বাড়লে পরিবর্তন কঠিন হয়ে যায়।
তিনি আরও বলেন, মৃত্যুর মুহূর্তে বহু মানুষ আফসোস করে বলে— “رَبِّ ارْجِعُونِ لَعَلِّی أَعْمَلُ صَالِحًا”—‘প্রভু! আমাকে ফেরত পাঠান, যাতে আমি সৎকর্ম করতে পারি।’ কিন্তু উত্তর আসে: “کَلَّا”—‘কখনোই নয়।’ এসব আয়াত এটাই শেখায় যে সংশোধন ও তওবা জীবনের উপযুক্ত সময়েই করতে হয়—মৃত্যুর মুহূর্তে নয়।
রাজাভী মেহের কুরআনে বর্ণিত আসহাবে কাহাফের ঘটনাও স্মরণ করিয়ে দেন। সেখানে বলা হয়েছে: “إِنَّهُمْ فِتْیَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًی”—অর্থাৎ তারা ছিল কয়েকজন তরুণ, যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আল্লাহ তাদের হিদায়াত আরও বৃদ্ধি করেছিলেন। এতে বোঝা যায়, যৌবনে ঈমান গ্রহণ ও আত্মসংশোধন আল্লাহর নিকট অধিক মূল্যবান।
ইমাম আলী (আ.) বলেন, “যুবকের হৃদয় হলো শূন্য জমির মতো; যে বীজ সেখানে বপন করা হয়, তা-ই গ্রহণ করে।” অর্থাৎ তরুণ হৃদয়ে শিক্ষা, মূল্যবোধ ও সৎগুণ সহজে স্থায়ী হয়; কিন্তু বয়স বাড়লে তা কঠিন হয়ে পড়ে।
তিনি রাসুলুল্লাহ (সা.)–এর হাদিস উল্লেখ করেন, “আল্লাহ একজন তওবাকারী যুবককে ফেরেশতাদের সামনে নিয়ে গর্ব করেন।”—এটি তরুণ বয়সের তওবা, পরিবর্তন ও আত্মোন্নয়নের গুরুত্ব আরও স্পষ্ট করে।
ইমাম সাদিক (আ.)–এর বাণীও তিনি স্মরণ করিয়ে দেন, “যে ব্যক্তি নিস্তরঙ্গ গাফিলতিতে বার্ধক্যে উপনীত হয়, সে দুর্ভাগ্যের মধ্যে পড়ে।” অর্থাৎ সারাজীবন অবহেলা করলে শেষ বয়সে সংশোধন অনেক কঠিন।
তিনি ইমাম আলী (আ.)–এর আরেকটি বাণী, “অভ্যাস হলো মানুষের দ্বিতীয় স্বভাব।”—উদ্ধৃত করে বলেন, ভালো অভ্যাস যদি যৌবনেই গড়ে না ওঠে, বার্ধক্যে তা বদলানো কঠিন হয়ে যায়।
শেষে রাজাভী মেহের বলেন, বার্ধক্য শারীরিক, মানসিক ও জ্ঞানগত ক্ষমতা কমিয়ে দেয়; সৎকর্মের সুযোগও সীমিত হয়ে পড়ে। ইমাম আলী (আ.) যেমন বলেন, “সুযোগ মেঘের মতো দ্রুত চলে যায়।” তাই যৌবনের মূল্য বুঝে ঈমান, নৈতিকতা ও আত্মশুদ্ধির জন্য এই সময়কে কাজে লাগানো জরুরি।
আপনার কমেন্ট