শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ - ২০:০৬
নারীরা সঠিক সন্তান লালন–পালনের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলে দিতে পারেন

বেগম বি-খাস্তাহ সন্তান প্রতিপালনে নারীদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে বলেন: নারীরা সঠিক লালন–পালনের মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাঁদের মাঝে এমন ক্ষমতা রয়েছে যে তাঁরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিতে পারেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জনাবা উম্মুল বানীন (সা.)–এর ওফাত উপলক্ষে মাদ্রাসায়ে ইলমিয়া ফাতিমাতুজ্‌যহরা (সা.আ.)–এ শহরের নারীগণ ও ছাত্রীদের উপস্থিতিতে একটি শোকসভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মাদ্রাসার পরিচালক বেগম বি-খাস্তাহ বলেন: ইসলামের প্রারম্ভিক ইতিহাসে বহু নারী ছিলেন যারা পুরুষদের পাশাপাশি, বরং কখনো কখনো তাঁদের থেকেও এগিয়ে থেকে মানবগঠনের দায়িত্ব পালন করেছেন। গৃহস্থালি ও সন্তান প্রতিপালনের পাশাপাশি ইসলামী মূল্যবোধ রক্ষায় অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। সেই উজ্জ্বল ব্যক্তিত্বদের অন্যতম হচ্ছেন জনাবা উম্মুল বানীন (সা.আ.), এমনকি হযরত আব্বাস (আ.)–এর মতো মহান ব্যক্তিত্বও তাঁর মায়ের নামেই পরিচিত, এবং উম্মুল বানীনের নাম আব্বাস (আ.)–এর উজ্জ্বল ব্যক্তিত্বকে আরও দীপ্তিমান করে তোলে।

তিনি আরও বলেন: আমিরুল মুমিনীন আলী (আ.) হযরত ফাতিমা যাহরা (সা.আ.)–এর শাহাদাতের পর তাঁর ভাই আকীলকে বলেছিলেন এমন একটি পরিবার থেকে স্ত্রী নির্বাচন করতে, যারা বংশগৌরব ও বীরত্বে সুপরিচিত। জনাবা উম্মুল বানীন (সা.আ.)—যিনি এক সাহসী ও সম্মানিত পরিবার থেকে আগত—নির্বাচিত হন এবং পনেরো বছর বয়সে আলী (আ.)–এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বেগম বি-খাস্তাহ সন্তান প্রতিপালনে নারীদের মৌলিক ভূমিকা পুনর্ব্যক্ত করে বলেন: নারীরা যদি তাঁদের সন্তানদের সঠিকভাবে প্রতিপালন করেন, তাহলে তাঁরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এবং এমনকি ইতিহাসের গতিপথও পরিবর্তন করে দিতে সক্ষম।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha