হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেন,
لا تَمْلَأْ عَیْنَیْکَ مِنَ النَّظَرِ إِلَیْهِما إِلّا بِرَحْمَةٍ وَرِقَّةٍ، وَلا تَرْفَعْ صَوْتَکَ فَوْقَ أَصْواتِهِما، وَلا یَدَیْکَ فَوْقَ أَیْدِیهِما، وَلا تَتَقَدَّمْ قُدّامَهُما
চোখ তোমার পিতামাতার দিকে কেবল করুণা ও মমতার সঙ্গে তাকাক; তোমার কণ্ঠস্বর তাদের কণ্ঠস্বরের ওপর উচ্চ না হোক; তোমার হাত তাদের হাতের ওপর উত্তোলন করো না; এবং কখনও তাদের অগ্রবর্তী হইও না।”
ব্যাখ্যা ও নির্দেশনা:
১. পিতামাতার প্রতি দয়া, সহানুভূতি ও মমতা ছাড়া চোখের কোনো অন্য অভিব্যক্তি দেখানো উচিত নয়।
২. তাদের কণ্ঠস্বরের ওপর নিজের কণ্ঠস্বর চাপিয়ে কথা বললে শিষ্টাচার ভঙ্গ হবে।
৩. হাতের ব্যবহারেও শ্রদ্ধা প্রদর্শন জরুরি; তাদের হাতের ওপর হাত তুললে তা সম্মানের অভাব নির্দেশ করে।
৪. চলাফেরায় ও অবস্থানে পিতামাতার আগে বা তাদের আগে এগোনো উচিত নয়; এটি তাদের সম্মান প্রদর্শনের অন্যতম প্রতীক।
[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৪, পৃষ্ঠা ৭৯]
আপনার কমেন্ট