সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ - ১৫:৫০
হযরত বাক্বিয়াতুল্লাহ্ (আ.ফা.) ক্যাডেট ইসলামি শিক্ষা কেন্দ্রে হযরত ফাতিমা (সা.আ.)-এর জন্মবার্ষিকী উদযাপন

হযরত বাক্বিয়াতুল্লাহ্ (আ.ফা.) ক্যাডেট ইসলামি শিক্ষা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কন্যা, নারী জগতের আদর্শ হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির হাফেজদের কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব শাহাবুদ্দিন মাশায়েখি রা’দ হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনাদর্শ তুলে ধরে তা ব্যক্তিগত জীবনে অনুসরণ করার বিশেষ তাগিদ দেন। তিনি বলেন, হযরত ফাতিমা (সা.আ.)-এর চরিত্রে জ্ঞানের অনুসন্ধান, আত্মমর্যাদাবোধ, ধৈর্য, ত্যাগ ও সামাজিক দায়িত্বশীলতার যে মহান দিকগুলো ফুটে উঠেছে, তা সকলের বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় পথনির্দেশ। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে মনোনিবেশ করারও নির্দেশনা দেন।

এর আগে, জনাব শাহাবুদ্দিন মাশায়েখি রা’দ তাঁর সফরসঙ্গী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব মিজানুর রহমানের সাথে সৈয়দপুরে অবস্থিত হযরত বাক্বিয়াতুল্লাহ্ (আ.ফা.) ক্যাডেট ইসলামি শিক্ষা কেন্দ্র এবং হযরত ফাতেমাতুয্ যাহরা (সা.আ.) ক্যাডেট ইসলামি শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানের শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন হুজ্জাতুল ইসলাম আবুজার হুসাইন এবং শেখ শরিফুল ইসলাম। তারা প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা, নৈতিক ও ধর্মীয় প্রশিক্ষণ, পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও চারিত্রিক বিকাশে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।

পরিদর্শন শেষে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব শাহাবুদ্দিন মাশায়েখি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশসহ সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠান আদর্শ ইসলামি শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে দেশ ও জাতির জন্য দক্ষ ও নীতিবান নাগরিক প্রস্তুত করছে। তিনি উচ্চ শিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের ইরানে পাঠানোসহ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব মাহাদী হাসান। অনুষ্ঠানে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা কার্যক্রম শেষ করা ছাত্রদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে হযরত ফাতিমা (সা.আ.)-এর রুহানি মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha