হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাওলানা সাইয়্যেদ আফতাব হুসাইন নকভি সাহেব। সভাপতির বক্তব্যে তিনি কুরআন মাজীদ ও হাদীসের আলোকে হযরত ফাতিমাতুজ যাহরা (সা.)-এর মর্যাদা, মহিমা ও অনন্য ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।
মাওলানা নকভি বলেন, হযরত যাহরা (সা.আ.) ছিলেন ‘আলিমা গায়র মু’আল্লিমা’—অর্থাৎ এমন এক জ্ঞানী ব্যক্তিত্ব, যাকে কেউ শিক্ষা দেননি। তাঁর এই অনন্য বৈশিষ্ট্য মুসলিম উম্মাহর জন্য জ্ঞানচর্চা ও শিক্ষার ক্ষেত্রে এক উজ্জ্বল অনুপ্রেরণা। তিনি আরও বলেন, বিবি-প্রেমিক সকলেরই উচিত জ্ঞানার্জনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা, যাতে সমাজ ও জাতি জ্ঞানের প্রতিটি শাখায়—চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন পেশায়—যোগ্য ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা হযরত ফাতিমাতুজ যাহরা (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান। জিকিরে আহলে বাইত (আ.), মানকাবাত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
আপনার কমেন্ট