শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ - ০৮:৩৮
হযরত ফাতিমাতুজ যাহরা (সা.আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে কারবালা মারকাজি  ইমামবাড়ায় আনন্দ মাহফিল

ঢাকার মিরপুরে অবস্থিত কারবালা মারকাজি ইমামবাড়া প্রাঙ্গণে সিদ্দিকা তাহেরা হযরত ফাতিমাতুজ যাহরা (সালামুল্লাহি আলাইহা)-এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এক জমকালো আনন্দ মাহফিলের আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাওলানা সাইয়্যেদ আফতাব হুসাইন নকভি সাহেব। সভাপতির বক্তব্যে তিনি কুরআন মাজীদ ও হাদীসের আলোকে হযরত ফাতিমাতুজ যাহরা (সা.)-এর মর্যাদা, মহিমা ও অনন্য ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

মাওলানা নকভি বলেন, হযরত যাহরা (সা.আ.) ছিলেন ‘আলিমা গায়র মু’আল্লিমা’—অর্থাৎ এমন এক জ্ঞানী ব্যক্তিত্ব, যাকে কেউ শিক্ষা দেননি। তাঁর এই অনন্য বৈশিষ্ট্য মুসলিম উম্মাহর জন্য জ্ঞানচর্চা ও শিক্ষার ক্ষেত্রে এক উজ্জ্বল অনুপ্রেরণা। তিনি আরও বলেন, বিবি-প্রেমিক সকলেরই উচিত জ্ঞানার্জনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা, যাতে সমাজ ও জাতি জ্ঞানের প্রতিটি শাখায়—চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন পেশায়—যোগ্য ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা হযরত ফাতিমাতুজ যাহরা (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান। জিকিরে আহলে বাইত (আ.), মানকাবাত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha