হাওজা/ হযরত ফাতিমা যাহরা (সা.আ.))-এর জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে এক বিশাল আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে। "ইনকিলাব এ মাহদী মিশন, যশোর"-এর উদ্যোগে গত জিলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। অনুষ্ঠানে নবী নন্দিনীর জীবনাদর্শ ও শিক্ষাকে সামনে রেখে বক্তারা সমাজে নৈতিকতা ও ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
আপনার কমেন্ট