বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ - ১১:০৯
মহান বিজয় দিবস উপলক্ষে আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী রাজবাড়ীতে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল

মহান বিজয় দিবসে মাতৃভূমি বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জানিয়ে আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী, রাজবাড়ীতে ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহান বিজয় দিবস উপলক্ষে আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী রাজবাড়ীতে পবিত্র কুরআন তেলাওয়াত শিক্ষা ক্লাসের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং শারীরিক চর্চাভিত্তিক খেলাধুলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও সকল মোমিন-মোমেনাদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী রাজবাড়ীর পরিচালক জনাব খোরশেদ আলম।

এছাড়া আগামী শুক্রবার সাইয়্যেদা ফাতিমা (সা.আ.)-এর শুভ জন্মদিন উপলক্ষে খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হবে বলে জানানো হয়—ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবসের চেতনা ও ধর্মীয় মূল্যবোধকে একত্রে তুলে ধরা হয়।

আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী, রাজবাড়ী, বাংলাদেশ

আপনার কমেন্ট

You are replying to: .
captcha