হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা ড. আব্দুল কাইয়ুম এবং মাওলানা শহীদুল হক প্রমূখ। মাহফিলে সভাপতিত্ব করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সৈয়দ রেজা আলী যায়দী।
বক্তারা তাঁদের বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে হযরত বিবি ফাতিমা যাহরা (সা.আ.)-এর মহিমান্বিত জীবনচরিত তুলে ধরেন এবং তাঁর চরিত্র, আত্মত্যাগ ও আদর্শ মুসলিম সমাজ গঠনে কীভাবে অনুকরণীয়—তা বিশদভাবে আলোচনা করেন।
এছাড়া তাঁরা ইরানি ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত ইমাম খোমেনী (রহ.)-এর জীবন ও সংগ্রামী ইতিহাস তুলে ধরে ইসলামী বিপ্লবে তাঁর অনন্য ভূমিকা ও অবদানের কথা উল্লেখ করেন। বক্তারা বলেন, ইমাম খোমেনীর (রহ.) চিন্তা ও আদর্শ আজও বিশ্ব মুসলিমের জন্য প্রেরণার উৎস।
মাহফিলটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
আপনার কমেন্ট