বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫ - ০৫:০০
নিজের নামাজের জন্যও ইস্তিগফার করো

মরহুম আয়াতুল্লাহ মুজতাহেদী তেহরানী (রহ.) উল্লেখ করেছেন যে, তাঁর আধ্যাত্মিক শিক্ষক সাইয়্যেদ মাহদী নাজাফী পরামর্শ দিতেন, নামাজের পরও তওবা ও ইস্তিগফার করা উচিত।

হাওজা নিউজ এজেন্সি: আধ্যাত্মিক বুজুর্গগণ মনে করতেন, একজন বান্দার পরিপূর্ণতা ও কামালাত অর্জনের জন্য নামাজের পর ইস্তিগফার অপরিহার্য। কারণ বান্দা হিসেবে আমরা প্রাকৃতিকভাবে দুর্বল এবং অক্ষম; তাই আমরা পরিপূর্ণ ও সঠিকভাবে ইবাদত সম্পন্ন করতে পারি না। এই কারণে, নামাজের পর নিজের ত্রুটিপূর্ণ নামাজের জন্য ইস্তিগফার করা অত্যন্ত জরুরি। নামাজে কোনো ত্রুটি ও অপরিপূর্ণতা থাকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা হয়ত ইস্ততিগফার ও ওবার ফলে তা কবুল করতে পারেন।

আয়াতুল্লাহ মুজতাহেদী (রহ.) বলেন, “আমার মনে আছে, আমরা কখনও কখনও আমাদের আধ্যাত্মিক শিক্ষক সাইয়্যেদ মাহদী নাজাফী’র সঙ্গে বসতাম। তিনি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতেন: ‘তোমার নামাজের জন্যও ইস্তিগফার করো। আমাদের নামাজেও ইস্তিগফারের গুরুত্ব লুকানো আছে।’”

সূত্র: বাদী‘উল হিকমাহ, পৃষ্ঠা ৯৭

আপনার কমেন্ট

You are replying to: .
captcha