হাওজা নিউজ এজেন্সি: ইমাম বাকির (আ.) বলেন,
لَا شَفِيعَ لِلْمَرْأَةِ أَنْجَحُ عِنْدَ رَبِّهَا مِنْ رِضَا زَوْجِهَا
“নারীর জন্য তার প্রতিপালকের নিকট স্বামীর সন্তুষ্টির চেয়ে অধিক কার্যকর কোনো সুপারিশকারী নেই।”
[আল খিসাল, পৃষ্ঠা ৫৮৮]
দাম্পত্য সম্পর্ক কেবল সামাজিক একটি বন্ধন নয়; এটি আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এ প্রসঙ্গে ইমাম মুহাম্মদ আল-বাকির (আ.) নারীর আখিরাতের সৌভাগ্যের সঙ্গে স্বামীর সন্তুষ্টির গভীর সম্পর্কের কথা তুলে ধরেছেন।
হাওজা নিউজ এজেন্সি: ইমাম বাকির (আ.) বলেন,
لَا شَفِيعَ لِلْمَرْأَةِ أَنْجَحُ عِنْدَ رَبِّهَا مِنْ رِضَا زَوْجِهَا
“নারীর জন্য তার প্রতিপালকের নিকট স্বামীর সন্তুষ্টির চেয়ে অধিক কার্যকর কোনো সুপারিশকারী নেই।”
[আল খিসাল, পৃষ্ঠা ৫৮৮]
আপনার কমেন্ট