হাওজা নিউজ এজেন্সি: প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার ইরান পারমাণবিক চুক্তি—যা যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (Joint Comprehensive Plan of Action–JCPOA) নামে পরিচিত—এর বাস্তবায়ন অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়সমূহ পর্যালোচনা করবে।
মিসরের প্রভাবশালী গণমাধ্যম আল-বাওয়াবা আল-আহরাম জানায়, বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে মহাসচিবের প্রতিবেদন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অনুরোধে এ বৈঠক আহ্বান করা হয়েছে।
এই বৈঠকটি ২২ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ধারাবাহিক বৈঠকসূচির অংশ, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করা হবে।
ইরান পারমাণবিক চুক্তি ইস্যুর পাশাপাশি নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, সুদানের চলমান সংকট এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত জেসিপিওএ চুক্তিটি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহারের পর থেকে নানা জটিলতা ও চ্যালেঞ্জের মুখে পড়েছে।
আপনার কমেন্ট