হাওজা নিউজ এজেন্সি: আল-মানার টিভির ইংরেজি ওয়েবসাইটের বরাতে জানা গেছে, শেখ নাঈম কাসেম ইমাম আলী (আ.)–এর জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “আল্লাহ আমাদের আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)–এর প্রতি আনুগত্যের নিয়ামত দান করেছেন।”
তিনি বলেন, “শহীদ কাসেম সোলাইমানি ছিলেন একজন দূরদর্শী ও পেশাদার সামরিক নেতা, যাঁর সঙ্গে উম্মাহর শহীদদের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।”
শেখ কাসেম আরও বলেন, “শহীদ সোলাইমানির প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দেওয়া।”
তিনি যোগ করেন, “তাঁর শাহাদাত প্রতিরোধের পথকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করেছে।”
তিনি জোর দিয়ে বলেন, “শহীদদের হত্যা কখনোই প্রতিরোধ আন্দোলনের অগ্রযাত্রা থামাতে পারবে না।”
পশ্চিমা শক্তির ভূমিকা প্রসঙ্গে শেখ কাসেম বলেন, “শিক্ষা ও অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার লক্ষ্যে পশ্চিমা শক্তিগুলো ফিলিস্তিনে ‘ইসরায়েল’ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।”
হিজবুল্লাহ মহাসচিব বলেন, “ইরানের সহায়তায় হিজবুল্লাহ উপকৃত হয়েছে, তবে এর বিনিময়ে ইরান কখনোই কোনো প্রতিদান বা স্বার্থ দাবি করেনি।”
লেবাননের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “হিজবুল্লাহ নির্ধারিত সময় অনুযায়ী সংসদীয় নির্বাচন আয়োজনের পক্ষে।”
একই সঙ্গে তিনি আহ্বান জানান, “দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় লেবাননের সেনাবাহিনীকে উপযুক্ত ও কার্যকর অস্ত্র সরবরাহ করা উচিত।”
আপনার কমেন্ট