রবিবার ৪ জানুয়ারী ২০২৬ - ০০:১৭
শহীদ সোলাইমানি ও আল-মুহান্দিসের ত্যাগ ছিল ইরাকের মুক্তির মূল চাবিকাঠি: আম্মার হাকিম

ইরাকের প্রভাবশালী রাজনৈতিক দল 'হিকমত জাতীয় আন্দোলন'-এর নেতা সাইয়্যেদ আম্মার আল-হাকিম বলেছেন, ইরানের কুদস বাহিনীর কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় প্রতিরোধ বাহিনী হাশদ আশ্ শাবির কমান্ডার শহীদ আবু মাহদী আল-মুহান্দিসের আত্মত্যাগ ও নেতৃত্বই ইরাককে দায়েশ (ইসলামিক স্টেট) সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করতে মুখ্য ভূমিকা পালন করেছে।

হাওজা নিউজ এজেন্সি: শনিবার (৩ জানুয়ারি) তাঁদের শাহাদাতের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

ইরাকের এই প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা সাইয়্যেদ আম্মার আল-হাকিম ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত দুই সেনা কমান্ডারের ত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন। তার আনুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আজ আমরা সেই দুই মহান সেনানায়কের শাহাদাতবার্ষিকী স্মরণ করছি, যাঁদের কৌশলগত দূরদর্শিতা ও মাঠে সরব উপস্থিতি ইরাকের ভূমিকে সন্ত্রাসবাদীর দখল থেকে মুক্ত করেছিল। তাঁদের অবদান ইরাকের আধুনিক ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “মহানুভব ত্যাগই প্রকৃত নেতার ভাষা। শহীদ সোলাইমানি ও আল-মুহান্দিসের অমর স্মৃতি ইরাক ও এই অঞ্চলের স্বাধীনতাকামী জনগণের হৃদয়ে চিরকাল আশার আলো জ্বালিয়ে রাখবে।”

আল-হাকিমের এই মন্তব্য কেবল শাহাদাতবার্ষিকীর শ্রদ্ধা নিবেদনই নয়, বর্তমান ইরাকি রাজনৈতিক প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, এটি ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে হিকমত আন্দোলনের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি ইরানের সাথে জোটের গুরুত্বও প্রতিফলিত করে। উভয় শহীদের ভূমিকা স্বীকার করে নেওয়ার মাধ্যমে আল-হাকিম জাতীয় ঐক্য ও ইরাকের সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha