হাওজা/ বাংলাদেশ শিয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মাওলানা ইব্রাহিম খলিল রাজাভি বলেছেন, ইমাম আলী (আ.)-এর বেলায়াতই হক ও বাতিল, মুমিন ও মুনাফিক নির্ধারণের প্রকৃত মাপকাঠি। খুলনার কাসরে হুসাইনী ইমামবাড়ায় ১৩ রজব ইমাম আলী (আ.)-এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, রাসূল (সা.)-এর রিসালাত পূর্ণতা পেয়েছিল ইমাম আলী (আ.)-এর বেলায়াত ঘোষণার মাধ্যমে; যারা তা মানেনি, তাদের ঈমান প্রশ্নবিদ্ধ। এছাড়া তিনি ঐতিহাসিকভাবে ইমাম আলী (আ.)-এর মর্যাদা আড়াল করার চেষ্টা ও রজব মাসের ফজিলতের কথাও তুলে ধরেন।
আপনার কমেন্ট