হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী বলেন:
হযরত ইমাম আলী রেযা (আঃ) থেকে বর্ণিত :
مَنْ زَارَنِي عَلَى بُعْدِ دَارِي أَتَيْتُهُ يَوْمَ الْقِيَامَةِ فِي ثَلَاثِ مَوَاطِنَ، حَتَّى أُخَلِّصَهُ مِنْ أَهْوَالِهَا إِذَا تَطَايَرَتِ الْكُتُبُ يَمِيناً وَ شِمَالًا وَ عِنْدَ الصِّرَاطِ وَ عِنْدَ الْمِيزَانِ
"যে ব্যক্তি দূর থেকে আমার যিয়ারাত করবে, কেয়ামতের দিন আমি তাকে তিন স্থানে কষ্ট ও ভয়াবহতা থেকে মুক্তি দেব"।
১- যখন আমল নামা তাদের ডান ও বাম হাতে দেওয়া হবে। ২- পুলে সিরাত পার করার সময়। ৩- আমল ওজন করার সময়।
আল-খেসাল খন্ড ১ পৃষ্ঠা ১৬৮..
ওয়ুন আখবার আর রেযা আঃ খন্ড ২ পৃষ্ঠা ২৫৫..
জা'মেয়ুল আখবার পৃষ্ঠা ৩১...
হযরত ইমাম আলি রেযা (আঃ) বলেন :
সাতটি জিনিস অন্য সাতটি জিনিস ছাড়াই মশকরা।
১- যে ব্যক্তি নিজের জিহ্বা দ্বারা তো ক্ষমা প্রার্থনা করে তবে হৃদয় দিয়ে অনুশোচনা বোধ করে না সে নিজের সাথে মশকরা করছে। ২- যে ব্যক্তি আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করে তবে চেষ্টা ও পরিশ্রম করে না সে নিজের সাথে মশকরা করছে। ৩- যে ব্যক্তি নিজের চাহিদার ক্ষেত্রে সতর্ক থাকে, তবে পাপ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে না, সে নিজের সাথে রসিকতা করছে। ৪- যে ব্যক্তি আল্লাহর নিকটে জান্নাত কামনা করে কিন্তু কষ্টের সময় ধৈর্য ধারণ করে না সে নিজের সাথে রসিকতা করছে। ৫- যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে তবে পার্থিব আনন্দ ও অভিলাষ ত্যাগ করে না সে নিজের সাথে রসিকতা করছে। ৬- যে আল্লাহকে স্মরণ তো করে তবে তাঁর সাথে সাক্ষাত করতে তাড়াহুড়ো করে না, সে কেবল নিজের সাথে রসিকতা করছে। ৭- যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ তো করে তবে এর জন্য নিজেকে প্রস্তুত করে না সে নিজের সাথে মশকরা করছে।
বিহারুল আনওয়ার খণ্ড ১১ পৃষ্ঠা ৩৫৬..
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।
আপনার কমেন্ট