বুধবার ১৪ জুলাই ২০২১ - ১৮:৫৭
রাসূল (সা.) ও ইমাম আলী (আ.)

রাসূল (সা.) ও ইমাম আলীর (আ.) সম্পর্ক আহলে সুন্নত ওয়াল জামাতের সূত্রানুযায়ী।

হাওজা নিউজ এজেন্সি বাংলাঃ রাসূল (সা.) ও ইমাম আলীর (আ.) সম্পর্ক আহলে সুন্নত ওয়াল জামাতের সূত্রানুযায়ী।

 “হে আল্লাহ! আলী যে দিকে ঘুরবে হক ও সত্যকেও তুমি সে দিকে ঘুরিয়ে দিও।”

(সূত্র - তিরমিযি শরীফ, ইফাবা, ৬ঃ৩৭১৪)

“হে আলী! তুমি আমার জন্য এবং আমি তোমার জন্য।”

(সূত্রঃ তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭১৬)

"আলী 'আমার', আমি 'আলী'র! আমার পক্ষ থেকে আমি আর আলী ছাড়া আর কেউ আমার "দায়িত্ব" পালন করতে পারে না।”

(সূত্র - তিরমিযি শরীফ, ইফাবা, ৬ঃ৩৭১৯)

সংগ্রহ ও সংকলনঃ রাসেল আহমেদ রিজভী

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha