সোমবার ২ আগস্ট ২০২১ - ১৩:৪৬
দু'টি উত্তম ও দু'টি নিকৃষ্ট কাজ!

হাওজা / আল্লাহতালা আমাদের জীবনকে উপরিউক্ত হাদীসের আলোকে আলোকোজ্জ্বল করার তওফিক দান করুক।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, রাসূলুল্লাহ্ (সা.) বলেন, “দু’টি কাজের চেয়ে উত্তম কোন পূণ্যের কাজ নেই!

 ১. আল্লাহর প্রতি ঈমান আনা এবং

২. আল্লাহর বান্দাদের উপকার করা।

আর দুটি কাজের চেয়ে জঘন্য কোন কাজ নেই! যথাঃ

১. আল্লাহর প্রতি শিরক করা এবং

২. আল্লাহর বান্দাদের ক্ষতি করা।”

(তুহাফুল উক্বুল, পৃঃ নং- ৪৩)

আল্লাহতালা আমাদের জীবনকে উপরিউক্ত হাদীসের আলোকে আলোকোজ্জ্বল করার তওফিক দান করুক। ইলাহি আমিন।

অনুবাদঃ রাসেল আহমেদ রিজভী

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha