সোমবার ৯ আগস্ট ২০২১ - ১৫:৩৯
হযরত আব্বাস (আ:) এর মাজার সাজানোর কাজ চলছে

হাওজা / মহররম যতই কাছে আসছে, হযরত আব্বাস (আ:) - এর পবিত্র মাজারের কেয়ার বিভাগের সদস্যরা পুরো হারামে কালো চাদর ঝুলানো শুরু করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত আব্বাস (আ:) - এর পবিত্র মাজার মহরম কাছাকাছি আসার সাথে সাথেই মাজার জুড়ে কালো চাদর এবং ব্যানার টাঙানো শুরু করে হারাম কমিটির সদস্যারা।

মহররম যতই কাছে আসছে, হযরত আব্বাস (আ:) - এর পবিত্র মাজারের কেয়ার বিভাগের সদস্যরা পুরো হারামে কালো চাদর ঝুলানো শুরু করেছেন, এবং মহররমের শোক বিষয়ে বিভিন্ন ব্যানারও প্রস্তুতি সম্পন্ন করেছেন ।

উক্ত বিভাগের পরিচালক জয়নুদ্দিন কার্শী বলেন, আমাদের বিভাগের সদস্যরা উপহার ও মানত বিভাগের সহযোগিতায় হযরত আব্বাসের (আ:) পুরো পবিত্র মাজারে শোক ব্যানার, কালো চাদর এবং কালো পতাকা স্থাপনের কাজ শুরু করেছেন। এছাড়াও মহরমের প্রথম রাতে থেকে শোক অনুষ্ঠানের প্রস্তুতি অনেকটা সম্পন্ন হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha