বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ - ১৪:৩১
হুজ্জাতুল ইসলাম মাওলানা আব্দুস সামাদ শাহ

হাওজা / মেদিনী পুর জেলার কুমার গ্রামে মসজিদে আহলে বাইত (আ:) এর মজলিসের কিছু ফোটো।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মেদিনী পুর জেলার কুমার গ্রামে 'কুমার পুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটি'র তরফ থেকে মসজিদে আহলে বাইতে মহরমের মজলিসের আয়োজন করা হয়।

উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আব্দুস সামাদ শাহ সাহেব, তিনি তার বক্তব্যে কারবালার শহীদ ইমাম হোসায়েন (আ:) সম্পর্কে আলোচনা করেন।

মজলিসের কিছু ফোটো:

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha