মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ - ১৪:০৬
ইবনে আলী সাহেবের মৃত্যুর খবরে আলেম সমাজ শোকাহত

হাওজা / আহলে বাইত (আ) এর শিক্ষা এবং শরীয়তে মুহাম্মাদ ও আলে-মুহাম্মাদ (সা)-এর সেবা করা তাঁর প্রিয় কাজ ছিল । তিনি অধিকাংশ সময় উলুমে আলে মুহাম্মাদ (সা) এর শিক্ষা প্রদানে কাটাতেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মরহুম ছিলেন সম্পাদক ও চিন্তাবিদ, শিক্ষক, উর্দু ফার্সি ও আরবি ভাষার কবি, উর্দু ফারসি ও আরবি সাহিত্যের বিশেষজ্ঞ, ইতিহাস, ধর্মতত্ব ও দর্শনের পণ্ডিত, রিজাল ও তাফসীর, আইনশাস্ত্র, তানজিমুল মাকাতিবের প্রাক্তন অধ্যক্ষ, আজ দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ভারতের হাপুর জেলা (ইউপি) শিয়া নগর রেজিটি ছিল তাঁর জন্মস্থান।

১৯৪৮ সালে শিক্ষা অর্জনের জন্য তিনি লখনউ যান।

 তিনি ১৯৪৮ সালে লখনউয়ের নাজিমিয়া বিশ্ববিদ্যালয় এবং ১৯৫৯ সালে মাদ্রাসা আল-ওয়াইজিনে ভর্তি হন। তাঁর সঙ্গীদের মধ্যে ছিলেন রাইসুল-ওয়ায়েজিন মাওলানা কার্রার হুসাইন সাহেব কিবলা ওয়াইজ, মাওলানা সৈয়দ জাফর মুজতবা সাহেব কিবলা এবং আল্লামা জীশান হায়দার জাওয়াদী।

আহলে বাইত (আ) এর শিক্ষা এবং শরীয়তে মুহাম্মাদ ও আলে-মুহাম্মাদ (সা)-এর সেবা করা তাঁর প্রিয় কাজ ছিল । তিনি অধিকাংশ সময় উলুমে আলে মুহাম্মাদ (সা) এর শিক্ষা প্রদানে কাটাতেন।

তাঁর সন্তানদের মধ্যে রেজা আব্বাস, মাওলানা শাহওয়ার হায়দার, মাওলানা সাঈদ হায়দার, মাওলানা মুহাম্মদ বাকির রেজা, আহমদ মুর্তজা এবং তিন কন্যা আছেন।

আমরা হাওজা নিউজ এজেন্সির পক্ষ থেকে মরহুমের পরিবারকে সমবেদনা জানাই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আহলুল বাইত (আ:) এর ওসিলায় তাঁর পদমর্যাদা বৃদ্ধি হোক এবং শোকাহতদের ধৈর্য দান করুন। আমীন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha